মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধনি সড়ক প্রদক্ষিণ করে।
রালী শেষে জয়পুরহাট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে স্থানীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, যুবদলের সাবেক সভাপতি ওবাইদুর রহমান সুইট, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা কৃষক দলের আহবায় সলিম রেজা ডিউক, সদস্য সচিব মুজুরে মওলা পলাশ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০