আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৭ নভেম্বর) কোপার্নিকাসের পরিচালক কার্লো বুওনটেম্পো বলেছেন, ‘নিরবচ্ছিন্নভাবে উষ্ণতা বেড়েই চলেছে যা আমি উদ্বেগজনক বলেই মনে করি।’
বুওনটেম্পো বলেন, ‘তথ্য-উপাত্ত থেকে এটা স্পষ্ট যে, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটা ছাড়া এমন রেকর্ড ভাঙা তাপমাত্রার দেখা যেত না।’
গত বছর এবং এ বছরের মতো এমন ব্যতিক্রমী উষ্ণতার জন্য আরও কিছু কারণ উল্লেখ করেছেন এই কর্মকর্তা। যার মধ্যে রয়েছে এল নিনো- প্রশান্ত মহাসাগরের কিছু অংশের অস্থায়ী উষ্ণতা যা বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তন ঘটায়।
আরও একটি কারণ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত যা বাতাসে জলীয় বাষ্প এবং সূর্য থেকে শক্তির তারতম্য সৃষ্টি করে। তবে তিনি ও অন্যান্য বিজ্ঞানী বলছেন যে, এল নিনোর মতো দীর্ঘমেয়াদী তাপমাত্রার বৃদ্ধি একটি খারাপ লক্ষণ।
গত বছর অর্থাৎ ২০২৩ সাল ছিল এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণ বা গরম বছর। বিজ্ঞানারীরা আগেই জানিয়েছিলেন, এল নিনো ফিরে আসায় ২০২৪ সাল গত বছরের চেয়েও আরও বেশি উষ্ণ হতে যাচ্ছে।
আর কয়েকদিন পরই আজারবাইজানে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৯। জলবায়ু বিষয়ক বৈশ্বিক সম্মেলন সামনে করে পৃথিবীর উষ্ণতা নিয়ে এমন ভয়াবহ খবর সামনে এলো।
বায়ু ও সৌর শক্তির মতো পরিষ্কার শক্তিতে বিশ্বকে রূপান্তরিত করতে এবং এইভাবে ক্রমাগত উষ্ণতা এড়াতে কীভাবে ট্রিলিয়ন ডলারের তহবিল তৈরি করা যায় তা সম্মেলনের আলোচনায় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: টাইম
কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:০০