মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার চৌধুরী জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুর’র সভাপতিত্বে এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধার সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি সংগ্রামর পত্রিকার জেলা প্রতিনিধি মাশরেকুল আলম, সহ-সভাপতি বিটিভি প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, সহ-সভাপতি আরটিভি’র প্রতিনিধি রাশেদুজ্জামান রশেদ সহ অন্যান্য সংবাদিকবৃন্দ। সভায় জেলার বিভিন্ন মিডিয়ার ৫০ থেকে ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সাংবাদিকগন জেলা শহরের প্রধান সড়কের উন্নয়ন, যানজোট নিরোসন, কিশোর গেং, মাদক, ইপটিজিং, কৃষি সমস্য সহ জেলা বিভিন্ন সমস্য ও সমাধারেন কথা বলেন। নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের সকল কথা শোনেন এবং সমস্যা সমাধানের দৃঢ প্রত্যয় ব্যাক্ত করেন। এর আগে জেলা প্রশাসক জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধীজনদের সাথে মতবিনিময় করেন।
কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:০৩