বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার ধর্মীয় সম্প্রীতি গড়া ও সেটা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সোমবার দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ধর্মীয় নেতাদের নিয়ে আন্ত:ধর্মীয় সংলাপে এ প্রত্যয় ব্যক্ত করা হয়। কাউতলীর স্বপ্নতরী নামে একটি সম্মেলন কক্ষে উপস্থিত সকলে এ বিষয়ে ঘোষণা পত্রে সম্মতি জানান ও স্বাক্ষর করেন।
এনজিও কর্মকর্তা এসএম শাহীনের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, সাবেক পৌর মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা কচি, প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, ইসলামি ফাউন্ডেশনের সহকারি পরিচালক কাজী মো. জাবেদ, বিএনপি নেতা এ বি এ মোমিনুল হক, সাবেক জেলা পরিষদ সদস্য রুমানুল ফেরদৌসি।
এ সময় বক্তারা বলেন, ‘অজ্ঞতা থেকেই সংঘাতে সৃষ্টি হয়। যার যার ধর্মের সঠিকটা সবাই জানে না বলেই এমন হয়। এছাড়া কোনো বিষয়ে হুট করে মন্তব্য করাটাও সমস্যা হয়ে দাঁড়ায়। আমাদেরকে এ অবস্থান থেকে সরে আসতে হবে। সম্প্রীতি বজায় রাখতে ওয়াজ মাহফিলসহ ধর্মীয় অনুষ্ঠানগুলোতে নিজ নিজ করণীয় বিষয়ে বেশি করে বলতে হবে।’
কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩