মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মরহুম আব্দুল্লাহ আল মাসুদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টার সময় কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুরের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি লাবলু মাস্টার। এসময় আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা রুবেল লস্কর, সুজন,মাহফুজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত স্মরণ সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন, মোকলেস মন্ডল, রুবেল মন্ডল ও এলাকাবাসী।
উল্লেখ্য, গত বছরে এই দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন দৌলতপুর উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক মরহুম আব্দুল্লাহ আল মাসুদ। উক্ত স্মরণ সভায় বক্তারা তার বভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এসময় তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/রাত ১০:৩৩