স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রোহিত শর্মার উইকেট হারিয়ে ১৬ রানে প্রথম দিন শেষ করেছে ভারত। বেঙ্গালুরু টেস্টে হারের পর পুনেতে নিজেদের পরিকল্পনায় পরিবর্তন এনেছে ভারত। সাড়ে তিন বছর পর দলে ফেরানো হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। তার সঙ্গে ছিলেন আরেক অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুজনের ঘূর্ণিতে কুপোকাত হয়ে একদিনও টিকতে পারেনি নিউজিল্যান্ড।
যদিও শুরুটা ভালোই ছিল। টম লাথাম ও উইল ইয়াং আউট হওয়ার পর ফিফটি হাঁকিয়ে নেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। ১৪১ বলে ১১ চারের মারে ৭৬ রান করা কনওয়েকে সাজঘরে ফেরান অশ্বিন। ১০৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৫ রান করা রাচিনকে বোল্ড করেন ওয়াশিংটন। দুজনের বিদায়ের পরই চাপে পড়ে যায় কিউইরা।
৬২ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ইনিংস শেষ হয় ২৫৯ রানে। মিডল থেকে লোয়ার অর্ডার; কিউইদের একাই ধসিয়ে দেন ওয়াশিংটন। এর আগে ৪ টেস্ট খেলে ওয়াশিংটনের ঝুলিতে ছিল মাত্র ৬ উইকেট। আর এদিন এক ইনিংসেই ৭ উইকেট নিলেন তিনি। বাকি ৩ উইকেট নেন অশ্বিন।
এদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেয়েছে ভারতও। ৯ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন অধিনায়ক রোহিত শর্মা। বোল্ড হন টিম সাউদির বলে। ১ উইকেট হারিয়ে ১৬ রানে দিন শেষ করেছে ভারত। যশস্বী জয়সওয়াল ২৫ বলে ৬ আর শুভমান গিল ৩২ বলে ১০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করবে।
তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০