মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে সামসাং অপপো, ভিভো, রিয়ালমি, সাউমিসহ কয়েকটি কোম্পানির মোবাইল ডিলার মাহবুব ট্রেডার্সের মোবাইল শো-রুমে চুরি, মালামালসহ চোর চক্রের দুই সদস্য আটক। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আনুমানিক সকাল ৭টার দিকে মেইন শহরের পাঁচুর মোড়ের পাশে শোরুমের গেইটের তালা কেটে এই চুরির ঘটনা ঘটেছে।
আটককৃতরা কুমিল্লা জেলার কোতোয়ালি থানার টমটম ব্রীজ এলাকার মোহাম্মদ লাব্বীর ছেলে কবির (৩৪) ও দেবীদার উপজেলার গাংগোনগর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে মোহাম্মদ রিপন (২৭)। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে শহরের জিরো পয়েন্টে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনের জেলার সবচেয়ে বড় ডিলার মেসার্স মাহবুব ট্রেডার্সের শোরুমে তালা কেটে চুরির ঘটনা ঘটেছে।
চোরেরা তাদের ব্যাগে বিভিন্ন কোম্পানির মূল্যবান মোবাইল ফোন চুরি করে পালনোর চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজ দেখতে পেয়ে চোরের পিছনে ধাওয়া করে একজনকে চুরির একটি ব্যাগসহ আটক করলে। পরে আটককৃতের স্বীকারোক্তিতে পাঁচবিবি থেকে আরও একজনকে মোবাইল ফোন সহ আটক করা হয়। এখন পর্যন্ত ৩টি ডেমো সহ ১৯৮টি মুল্যেবান মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মোবাইল কোম্পানির ডিলার মেসার্স মাহবুব ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুব হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে তাঁর মোবাইল ফোনে তার প্রতিষ্ঠান থেকে চোরেরা মোবাইল ফোন চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করছে। ততক্ষণে একজনকে এক ব্যাগ মোবাইল ফোন সহ আটক করেছে। এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটককৃতের স্বীকারোক্তিতে পাঁচবিবি থেকে আরও একজনকে মোবাইল ফোনসহ আটক করে থানায় নিয়ে আসে। তার দোকান থেকে সিসিটিভির মালামালসহ প্রায় কোটি টাকা মূল্যের মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানান তিনি।
জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক সোলাইমান আলী বলেন, সকাল সাড়ে সাতটার দিকে খবর পাই, শহরের পাঁচুর মোড় মাহবুবের মোবাইল ফোন দোকান থেকে মোবাইল ফোন চুরি করে পালানোর সময় একজনকে আটক করেছে। দ্রুত ঘটনাস্থলে পৌছে ব্যাগভর্তি মোবাইল ফোনসহ একজনকে আটক করি। আটককৃতের স্বীকারোক্তিতে জেলার পাঁচবিবি উপজেলা থেকে অটোরিকশা যোগে পালানোর সময় আরও একজনসহ মোবাইল ভর্তি কয়েকটি ব্যাগ জব্দ করা হয়েছে।
এখন পর্যন্ত ৩টি ডোমোসহ ১৯৮টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চোর চক্রের সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান চালানোর পাশাপাশি এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ।
কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৩০