ডেস্ক নিউজ : এ অবস্থায় আগামী তিন দিন দেশের উপকূলীয় এলাকাসহ নানা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মদঙ্গবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দেয়া ৭২ ঘণ্টার আবহাওয়া বার্তায় জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে। আর বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৪,/রাত ১১:২৮