মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে আল আমিন (৪৫) নামে এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২১ অক্টবর) সকালে উপজেলার হাট রামপুরের আদিবাসীপাড়ায় যাওয়ার রাস্তার পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আল আমিন সিলভারের জিনিসপত্র বিক্রি করে সংসার চালাতেন। নিহত আল আমিন বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর গ্রামের পাবনাপাড়ার মৃত আবু তাহেরের ছেলে।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল দিকে স্থানীয় এলাকাবাসী ওই লাশ পরে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের পেরন করেন।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার বলেন,সকালে উফজেলা হাটরামপুর এলাকা থেকে এক জনের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৫৮