বিনোদন ডেস্ক : অভিনেত্রী নওশাবা ও নির্মাতা খিজির হায়াত খানের সঙ্গে অশ্লীলতার অভিযোগে জব্দ করা সিনেমা দুটি দেখতে বসেন সেন্সর সার্টিফিকেশন বোর্ডের অন্য সদস্যরা। সব সদস্যই সিনেমা দুটি দেখতে বসে বিব্রতবোধ করেন।
নওশাবার সুরে সুর মিলিয়ে সেন্সর বোর্ডের সদস্য নির্মাতা খিজির হায়াত বলেন,এত অশ্লীলতা, নগ্নতার দৃশ্য কাটপিস করা হয়েছে যে, সিনেমাটি দেখে লজ্জায় ও ঘৃণায় আমার বমি চলে আসছে, ছিঃ। যেখানেই কাটপিস সিনেমা চালানো হবে, নিকটতম প্রশাসনকে জানানোর অনুরোধ করছি। রুচিহীন এমন কাজ যারা করেছেন তাদের আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করি।
শুধু ‘জাঁদরেল’ও ‘শক্র ঘায়েল’নামের দুটি সিনেমাই নয়, ‘নয়া মানুষ’, ‘ভয়াল’, ‘যাপিত জীবন’সহ ১০টি সিনেমাতেও অশ্লীলতার দৃশ্য খুঁজে পেয়েছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। নতুন সিনেমা না থাকায় প্রেক্ষাগৃহে কাটপিস-অশ্লীল সিনেমা চালনার সঙ্গে জড়িত সবার দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তারা।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/দুপুর ১:০৫