জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাণিজ্য মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী মাঠ পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ তদারকি ও পর্যালোচনা বিষয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বাজার মনিটরিং টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বাজার মনিটরিং টাস্কফোর্স কমিটির আহবায়ক মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম সভাপতিত্ব করেন।
এসময় বাজার মনিটরিং টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.আল আমিন হাওলাদার, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরিফুল ইসলাম,মাটিরাঙ্গা উপজেনা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সুমেন চাকমা,
মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা স্যানেটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: মিজানুর রহমান,বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের মাটিরাঙ্গা প্রতিনিধি মোঃ ফয়েজুল্লাহ মীর,মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সভাপতি মো.এরশাদুজ্জামান উপস্থিত ছিলেন
সভায় নিয়মিত বাজার মনিটরিং, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা, ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়। এ সময় কমিটির কাজের গতিশীলতা বৃদ্ধি ও তথ্য আদান-প্রদানের সুবিধার্থে Special Taskforce Market Price Control নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়।
সভায় নিয়মিত বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত গ্রহন করারহয়।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:২২