ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবার দুর্গাপূজার আনন্দ বিশেষ আনন্দে পরিণত হয়েছে। দেশজুড়ে যেটা সবাই উপভোগ করছে। এ আনন্দ আরেকটু বেড়ে গেল এজন্য, একদম নির্বিঘ্ন্নে সব জায়গায় পূজার অনুষ্ঠান হচ্ছে।
সবাই চেষ্টা করেছে, কোনোরকম দুর্ঘটনা যাতে না ঘটে, কোনো আতঙ্কজনক পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। এজন্য সরকার এবং সরকারের বাইরে সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষ্যে শনিবার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তবে তার মতে-সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবকে দিয়ে আনন্দ উৎসব করার আয়োজন করতে যাওয়াটা সবার ব্যর্থতা।
এদিকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, পূজার নিরাপত্তায় এবার ঢাকাসহ সারা দেশে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর টহল এবং আইপি ক্যামেরার মাধ্যমে ইউএনও অফিস এবং থানা থেকে সামগ্রিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। এছাড়া সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ রয়েছে। সেখানে পূজা চলাকালীন বিশেষ টিম কাজ করছে। বিশেষ নজরদারির জন্য পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার টহল রয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছে একটি টাস্কফোর্স।
কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৯