শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনকালে স্মৃতিচারণ করে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, এ দেশের সমতল-পাহাড়ের মানুষ একসঙ্গে থাকছি, আর আজীবন একসঙ্গে বসবাস করবো। উপদেষ্টা বলেন, এই দেশ এমন একটি দেশ, এখানে সাম্য, মৈত্রী, সৌহার্দ্র্য, বন্ধুত্ব এর সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা ও মেনে চলা।
আমাদের সবার উচিত সৌহার্দ্র্য ও সম্প্রীতির বন্ধনে একসঙ্গে মিলেমিশে থাকা। পাহাড় তো আমাদের সবার। এর রক্ষণাবেক্ষণ ও লালনসহ প্রত্যেকে আমরা প্রত্যেকের অধিকার রক্ষা করব।এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ দলীয় অন্যান্য নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সিদ্ধেশ্বরী কালী মন্দির ও রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।