এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জমি জায়গা নিয়ে দ্ব›দ্বে চারজন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সিংহঝুলী ইউনিয়নে জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন আব্দুল হান্নান (৪৫), আব্দুল হান্নানের স্ত্রী রাহিমা বেগম (৪০), মেয়ে রেহেনা খাতুন (২০), জামাই রাসেল হোসেন (৩২)। আহতদের মধ্যে আব্দুল হান্নান চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত আব্দুল হান্নান জানান,বসত বাড়ির জমির সিমানা নিয়ে তার চাচা রিজাউল গাজীর সাথে প্রায়ই দ্বন্দ হয়ে আসছিল। সম্প্রতি পারিবারিকভাবে জমি মেপে সিমানা নির্ধারন করে নেন তারা। তার পরেও রিজাউল প্রায়ই সিমানা পিলার তুলে ফেলে দেয়। ঘটনার দিন রিজাউল পূর্বনির্ধারিত সিমানা পিলার তুলে ফেলার সময় আমি বাধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। এক পর্যায়ে রিজাউল ও তার ছেলে আশিকুল ইসলাম, মুন্না, ইমদাদুল ইসলাম, নুরনবী, রিন্টু ও উজ্জল হোসেন আমার উপরে হামলা করে মারপিট করতে থাকে। এ সময় আমার স্ত্রী, মেয়ে ও জামাই বাধা দিলে তাদেরকেও মারপিট করে জখম করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লতামন্ডল বলেন, আহতদের শরীরের বিভিস্থানে কাটা ও ফোলা জখম রয়েছে। সিংহঝুলি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক ও গ্রামের কয়েকজন জানান, আব্দুল হান্নানের কোনো ছেলে সন্তান নেই। সে কারনে তার চাচত ভাইয়েরা জমি জায়গা নিয়ে তার সাথ প্রায়ই দ্বন্দ্বে লিপ্ত হয়। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:০২