মাটিরাঙ্গার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন- সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
Update Time :
শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
৬৩
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা মহাষ্টমীতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.তারেক রহমান এর পক্ষথেকে শারদীয় শুভেচ্ছা পৌঁছে দিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া।শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে মহাষ্টমী দূর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথী।মন্দিরে পৌঁছলে পূজা উদযাপন কমিটির সভাপতি/সম্পাদক ও পূজারীরা প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদস্য ওয়াদুদ ভূইয়া ও জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এতে জেলা বিএনপির সহ-সভাপতি মো.নাছির আহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সস্পাদক এম এন আবছার, যুগ্ন সাধারণ সম্পাদক এড আবদুল মালেক মিন্টু,, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল, জেলা মহিলা দলের সভাপতি কোহেলি দেওয়ান, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহিম পাটোয়ারি, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহেনা আক্তার, যুগ্ন-সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন সরকার, সহ দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি/সম্পাদক বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালালেও তাদের প্রেতাত্মা এখনো রয়ে গেছে। দেশে সম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে মরিয়া হয়ে সংখ্যালঘু ভাই-বোনদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালিয়ে আতংক সৃষ্টি করছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় পূজামন্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় বিএনপি ও সকল সহযোগি সংগঠন দেশ ব্যাপী কাজ করছে বলে জানান তিনি।
মাটিরাঙ্গাতে ৯ টি মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব চলছে। গত বছর শারদীয় দুর্গোৎসব হয়েছিল ৮ টি মণ্ডপে এবছর ৯টি মন্ডপে দূর্গাপূজা উদযাপন করা হচ্ছে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি’র টহল রয়েছে। এছাড়া সাদা পোষাকে গোয়েন্দাদের তৎপরতা অব্যাহত রয়েছে। সে সাথে রয়েছে বিএনপির নেতাকর্মীরা।