মাটিরাঙ্গা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
Update Time :
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
৭০
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কতৃক মানবিক সহায়তা, পূজা মণ্ডপে আর্থিক অনুদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে মাটিরাঙ্গা জোনের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে চিকিৎসা সহায়তা,বন্যাদুর্গত পরিবারের মাঝে টিন বিতরণ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ছাতা,অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, সোলার এবং ৭০টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যত্রুম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এসব বিতরণ করেন।
মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী ও গুইমারা সিএমএইচ এর মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান, দন্ত চিকিৎসক ক্যাপ্টেন আরিফুল ইমরান প্রায় ছয়শতাধিক পাহাড়ি বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন। এ সময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম,,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:তৌফিকুল ইসলাম সহ সাংবাদিক, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন শেষে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম মাটিরাঙ্গা জোনের আওতাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৪টি পূজা মন্ডপে ১লক্ষ ৪৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, শান্তি সম্প্রতি উন্নয়ন এই তিন মূল মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা নিবেদিত হয়ে কাজ করি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সকল উৎসব উপভোগ করি।
কতিপয় দুষ্কৃতিকারী পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপতৎপরতা করছে। যে কোন মূল্যে পাহাড়ে অস্থিতিশীল অপতৎপরতা রোধে আমরা প্রস্তুত রয়েছি। তিনি আরও বলেন, গুজবে কান না দিয়ে বাঙ্গালী ও পাহাড়ীদের সকলকে পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আহবান করছি।