মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : “আইএফআইসি আমার ভবিষ্যৎ, স্বপ্নপূরনে আমার পূঁজি, সম্পদ অর্জনে আমার সিড়ি” এই প্রতিপাদ্যে আইএফআইসি ব্যাংকের ৪৮ বছর পূর্তি উপলক্ষে জয়পুরহাট জেলা শাখায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাংকের জেলা শাখায় জয়পুরহাট ব্রাঞ্চের ম্যানেজার ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন।
এসময় জয়পুরহাট ডায়াবেটিক সমিতির মেডিক্যাল অফিসার ডাঃ নূর মোহাম্মদ শেখ, জয়পুরহাট টিটিসি’র প্রিন্সিপাল রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিন সোহাগ, চঞ্চল মাহমুদ ও মিজানুর রহমান মিন্টু উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে আইএফআইসি ব্যাংক ও ব্যাংকের গ্রাহকদের উন্নয়ন কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪২