তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় নজিপুরে তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে মোয়াল্লেমদের মান উন্নয়নে ক্লাস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার নজিপুর মডেল মসজিদে দিনব্যাপী কর্মশালায় নওগাঁ জেলা পশ্চিমের তালিমুল কোরআন ফাউন্ডেশনের কেয়ারটেকার মোয়াল্লিম মাওলানা আব্দুল মুকিমের সভাপতিত্বে মাওলানা মোফাচ্ছেলের পরিচালনায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় মোয়াল্লিম প্রশিক্ষক ক্বারী মাওলানা শরিফুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পশ্চিমের তালিমুল কোরআন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হারুনুর রশিদ, মোয়াল্লিম হাসান, মোয়াল্লিম কামরুল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে নওগাঁ জেলা পশ্চিমের বিভিন্ন থানা হতে অর্ধ শতাধিক মোয়াল্লিম উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১১