এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় হাফ প্যান্ট বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে এক গ্রামবাসি। তাদের বিরুদ্ধে কথা বললেই চালানো হয় নির্যাতন। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন সুফল পায়নি বলে অভিযোগ করেছেন গ্রামের মানুষেরা।
জানা যায়, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঝিনাইদহ জেলার মহেশপুর সীমানা ঘেঁসে ইলেশমারী গ্রামের অবস্থান। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে এ গ্রামে গড়ে উঠেছে এক সন্ত্রাসী বাহিনী। এ বাহিনীর নেতৃত্বে আছেন মৃত রওশন আলীর ছেলে অমেদুল ইসলাম। অবশ্য রওশন আলী বাহিনীর নেতৃত্বে থাকলেও বর্তমানে বাহিনী পরিচালনা করছে তার ছেলে তানভীর হোসেন (২৫)। বাহিনীর অন্যান্য সদস্যরা হলেন গ্রামের শাহাবুদ্দিন আহমদের ছেলে আসাদুজ্জামান (২২) এবং শাহিনুর রহমানের ছেলে সাজিম হোসেন (১৮)সহ আরো কয়েকজন।
এ বাহিনীর সদস্যরা সব সময় হাফ প্যান্ট পরিধান করে হাতে দেশিয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। গ্রামেরলোকজনকে তাদের কথামত চলতে হয়। তাদের কথার বাইরে গেলেই নেমে আসে নির্যাতন। আওয়ামী লীগের শাসনামল শেষ হলেও এ গ্রামে এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীদের কথামত চলতে হয় সবাইকে। ভুক্তভোগীরা জানান গত ৩০ সেপ্টেম্বর ইলেশমারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা নিয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে চৌগাছা কামিল মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র ইলেশমারী গ্রামের আক্কাস আলীর ছেলে সাবরুছ সোবহান (১৮) কে বেধড়ক মারপিঠ করে আহত করে। সে চৌগাছা উপজেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এর আগে তারা বিভিন্ন সময়ে গ্রামের ইদ্রিস আলীর ছেলে উজ্জল হোসেন (২৪), মহির উদ্দীনের ছেলে জান্নাতুল (২৩) ও ইজাজুল (২৫), সোলাইমান হোসেনের ছেলে ইয়াছিন আলী (২৬), দাউদ হোসেনের মামুন হোসেন (২৩), শহিদুল ইসলামের ছেলে টিটু মিয়া (২৪), সাকের আলীর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আব্দুর রাজ্জাকের ছেলে আসাদুজ্জান (২০) কে বেধড়ক পিটিয়ে আহত করেছে।
এসব ঘটনায় ভুক্তভোগীরা পুলিশের নিকট অভিযোগ করলেও অজ্ঞাত কারণে পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। সর্বশেষ তাদের হাতে আহত সাবরুছ সোবহানের পিতা আক্কাস আলী বলেন, আমার ছেলে এ হাফপ্যান্ট বাহীনির হামলায় মারাত্মকআহত হয়। এ ঘটনায় আমি চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছিলাম পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে তারা আমাদেরকে আবারো মারপিট করার হুমকি দিচ্ছে। যে কারনে আমরা গ্রামবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৬