বিনোদন ডেস্ক : খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘চালচিত্র’। এ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অপূর্বকে।
টালিউডের প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনস প্রযোজিত এ সিনেমায় একগুচ্ছ খুনের রহস্য উন্মোচনের চেষ্টা করে হবে। এক একটি খুনের কারণ জটিল করে তুলবে দৃশ্যপট।
সিনেমাটি প্রসঙ্গে সংবাদমাধ্যমে আগের দেয়া এক সাক্ষাৎকারে অপূর্ব বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন, তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’
অপূর্বর পাশাপাশি এ সিনেমায় দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেনকে। সঙ্গে আরও আছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় শিল্পীরা।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩৮