ডেস্ক নিউজ : েবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ সেদিনই সফল হবে, যেদিন এদেশের মানুষ রাজনৈতিকভাবে তাদের অধিকার ফিরে পাবে। রাজনৈতিক অধিকারের পাশাপাশি একই ভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অধিকার পাবে, সেদিন আমাদের ’৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শহিদ এবং একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আত্মত্যাগ সফলতা লাভ করবে।
তারেক রহমান অভিযোগ করে বলেন, স্বৈরাচারী সরকারের ফেলে যাওয়া দলবাজ প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে এ সরকার মাঝে মাঝে অসহায় বোধ করছে। ছোট ছোট ষড়যন্ত্র এক সময় মহা বিপদ ডেকে আনবে। তাই এদের অপসারণ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় নিহত সাব্বির ও রাকিব হোসেন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে জেলা শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপি’র জাতীয় কমিটির সহ তথ্য ও গবেষনা সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি’র জাতীয় কমিটির সহ-তথ্য ও গোবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সভাপতি এ্যাড. এম এ মজিদ।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১৯