আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : গত ২৭ সেপ্টেম্বর(শুক্রবার)রাত্রি ১০:১৫ মিনিটে পার্বতীপুরের ফকিরের বাজারে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে টহলরত সেনা সদস্যরা পল্লী চিকিৎসক সাদাপ ইবনে মাসুদ রকেটকে আটক করে তার দোকানে নিয়ে দোকান তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট ও বেশ কিছু পরিমাণ টাফেন্টটা ট্যাবলেট উদ্ধার করে। এরপর সোনা সদস্যরা তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করেন।
এই ঘটনা জানাজানি হলে ফুঁসে ওঠে এলাকার সাধারণ মানুষ।ওই রাতেই তাকে মুক্ত করতে প্রায় শতাধিক মানুষ হাজির হন থানায়।আজ২৮ সেপ্টেম্বর(শনিবার)সকাল থেকে প্রায় শতাধিক মানুষ থানা ঘেরাও করে ওই পল্লী চিকিৎসকের মুক্তি,(ওসি)চিত্তরঞ্জন ও এসআই মাসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন।বিক্ষোভ কারীরা বলছেন,ডাঃ রকেট সম্প্রতি সুদখোর কামু ও তার পিতার বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।
মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন জানান,গতরাত্রে সেনাবাহিনী মাদকসহ রকেট নামে এক পল্লী চিকিৎসককে থানায় সোপর্দ করেছে।তার মুক্তির দাবিতে বেশ কিছু মানুষ বিক্ষোভ করছে।
কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৬