স্পোর্টস ডেস্ক : চিলির হয়ে গত দুই দশক গোলবারের দায়িত্ব সামলানো ক্লওদিও ব্রাভো ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন বার্সেলোনার হয়ে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ২০১৪-১৫ মৌসুমে ট্রেবলসহ অনেক শিরোপা জয়ের স্বাদ পান তিনি। বার্সা ছাড়ার পর ২০১৬-২০২০ ম্যানচেস্টার সিটি আর পরবর্তী চার বছর রিয়াল বেতিসের হয়ে খেলে গত আগস্টে অবসরে যান ব্রাভো। গত এপ্রিলে তার বয়সটাও পেরিয়েছে ৪১।
তবে বয়স যাই হোক, সাবেক ক্লাবের বিপদে পাশে দাঁড়াতে ফের গ্লাভস হাতে তুলে নিতে প্রস্তুত ব্রাভো। রোববার (২২ সেপ্টেম্বর) লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার ৫-১ গোলে জয়ের ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন তাদের প্রথম গোলরক্ষক টের স্টেগেন। ৪৪তম মিনিটে প্রতিপক্ষের একটি কর্নারে লাফিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে বাজেভাবে মাটিতে পড়েন তিনি। তার শরীরের পুরো ভার পড়ে ডান হাঁটুর ওপর।
গুরুতর আহত অবস্থায় স্ট্রেচারে করেই জার্মান গোলরক্ষককে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। বার্সা জানিয়েছে, টের স্টেগেনকে হাঁটুর অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হবে। ফলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এমনকি চলতি মৌসুমে হয়তো বার্সেলোনা তাকে আর নাও পেতে পারেন।
দলে দ্বিতীয় গোলরক্ষক ইনাকি পেনা থাকলেও টের স্টেগেনের শূন্যস্থান পূরণে বার্সাকে তাই অন্য গোলরক্ষকের খোঁজে নামতে হচ্ছে। সে জায়গায় ফিরতে চান ব্রাভো। আরবের একটি গণমাধ্যম ‘উইনউইনকে’ ব্রাভো ছোট্ট কথায় বলে দেন নিজের ইচ্ছার কথা। তিনি বলেন, ‘বার্সেলোনা যদি আমাকে ফোন দেয়, তাহলে আমি প্রস্তুত থাকব।’
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫২