স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগীতার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে মনিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা।
সাংবাদিক এস এম সিদ্দিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ^াস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসাইন,সায়ফুল ইসলাম, মাহাবুবুর রহমান, রাসেল হোসাইন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, সাংবাদিক মজনুর রহমান, শাহিনুর রহমান পান্না, ফারুক আহমেদ, মোতাহার হোসেন, আসাদুজ্জামান রয়েলে প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মোহাম্মদ মুছা বলেন, আওয়ামী শাসনামলে কোন নির্বাচনই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। ফলে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মনিরামপুর প্রেসক্লাবের নির্বান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১৫