স্পোর্টস ডেস্ক : রাহুল বিরস বদনে গোয়েঙ্কার বকাঝকা শুনে যান, নিরাশভাবে উত্তরও দেন বার-কয়েক। গত মে’র ওই সময়টাতেই তার দলবদলের প্রশ্নটা উঠে। অনেক সাবেকই রাহুলকে অন্য কোথাও মাথা গোঁজার পরামর্শ দেন। ২০২১ সালে লখনৌ আত্মপ্রকাশের পর পাঞ্জাব কিংস থেকে অধিনায়ক হিসেবে যোগ দেয়া রাহুলও কি লখনৌ ছাড়ার চিন্তাভাবনা করছেন? হতেও পারে।
উত্তরটা এক বাক্যেই শেষ করেন রাহুল। তিনি বলেন, ‘সেটাই কামনা।’ এটা যে তিনি ভদ্রতার খাতিরেই বলেছেন, তা তার হাসি দেখলেই স্পষ্ট হয়ে যায়। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আরসিবিতে খেলেছেন রাহুল। এই ক্লাবের জার্সি গায়ে ১৯ ম্যাচে ১৪৫.২৯ স্ট্রাইকরেটে ৪১৭ রান করেছেন তিনি। আইপিএলের আগামী আসরকে সামনে রেখে এই ক্লাবে যদি নাও আসেন, তবুও দলবদল করার ভালো সম্ভাবনা রয়েছে তার। সেক্ষেত্রে রাহুল কোথায় যান, সেটাই দেখার।
কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:০০