মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : “দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়ব সমাজ, সফল হবে আন্দোলন ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন- “হাসিনা সরকার দেশের কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ভুয়া প্রকল্পের নামে দেশের সব অর্থ শেষ করে দিয়েছে স্বৈরাচার হাসিনা।”
ছাত্রশিবির জেলা সভাপতি জুয়েল হোসনের সভাপতিত্বে এসময় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমীর ডা: ফজলুর রহমান সাঈদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, শিবিরের সাবেক জেলা সভাপতি রাশেদুল আলম সবুজ, সাবেক জেলা সভাপতি আব্দুল খালেক, সাবেক জেলা সভাপতি এ্যাড. আসলাম, জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৩