আন্তর্জাতিক ডেস্ক : এক গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) একটি প্রতিবেদন করেছে দ্য মিরর ইউএস। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি এলাকায় হামজা বিন লাদেন আত্মগোপনে আছেন। সেখান থেকে তিনি ভাই আবদুল্লাহ বিন লাদেনসহ আল কায়েদার নেতৃত্ব দিচ্ছেন।
তালেবানবিরোধী সামরিক জোট দ্য ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্টের (এনএমএফ) দাবি, আফগানিস্তানের পঞ্জশির প্রদেশের দারা আবদুল্লাহ খেল জেলায় আছেন হামজা বিন লাদেন। সেখানে ৪৫০ জন আরব ও পাকিস্তানি তার নিরাপত্তা দিচ্ছেন। হামজা বিন লাদেনের নেতৃত্বে আল কায়েদা আবার সংগঠিত হয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান নিশানা করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও সতর্ক করেছে এনএমএফ।
এর আগে জানা গিয়েছিল, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় হামজা বিন লাদেন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশে হামলার আহ্বান জানিয়ে হামজা বিন লাদেনের দেয়া একটি অডিও-ভিডিও বার্তা প্রকাশিত হওয়ার পরই মার্কিন হামলায় তার নিহত হওয়ার খবর জানা যায়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যা নাইন ইলেভেন হামলা হিসেবেই বেশি পরিচিত। যুক্তরাষ্ট্রের দাবি, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নির্দেশেই ওই হামলা চালানো হয়েছিল। ওই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়, এর মধ্যে ৬৭ জন ব্রিটিশ নাগরিক ছিলেন।
নাইন ইলেভেনের হামলার পরিপ্রেক্ষিতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’র নামে আফগানিস্তানে সামারিক আগ্রাসন চালায় এবং সেই সময়ের দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় ২০১১ সালে পাকিস্তানে আত্মগোপনে থাকা ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:১৫