ডেস্ক নিউজ : ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বতী সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে এ সরকারের নেতৃত্বে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নিতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো। ভাষণে এ সরকারের এক মাসের নানা কার্যক্রম বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন ড. ইউনূস।
কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:১৫