আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কের শুরুর মুহূর্ত থেকেই হ্যারিসকে অনুসরণ করেন ডেমোক্রেটরা। যখন হ্যারিস হেঁটে মঞ্চের দিকে এগিয়ে আসেন এবং ট্রাম্পের সঙ্গে হাত মেলান, এরপর নিজের পরিচয় দেন সেই ছবি ও ভিডিও সঙ্গে সঙ্গে সামাজিকমাধ্যমে শেয়ার করেন দলের নেতাকর্মীরা।
কামালা যখন ট্রাম্পের দিকে হাত বাড়িয়ে দেন এবং ট্রাম্প হাত মেলান তখন কামালা বলেন ‘তুমি আমার সঙ্গে হাত মেলাচ্ছ’ একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অ্যাডাম জেমস স্মিথ এটি সামাজিকমাধ্যম এক্সে মুহূর্তেই তুলে দেন। তাতে লাইক পড়ে ৬৮,০০০ হাজার মানুষের।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের বিতর্ক পরিকল্পনার অংশ ছিল ট্রাম্পকে এমন কিছু বলার জন্য উদ্বুদ্ধ করা যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারে। উপদেষ্টারা আগেই তা জানিয়েছিলেন। বিতর্ক দেখে মনে হয়েছে তাদের এই পরিকল্পনা কাজে দিয়েছে। মঙ্গলবারের বিতর্ক শেষ হওয়ার পরপরই ট্রাম্পের প্রচারণাশিবির এবং অনলাইন সমর্থকরা ট্রাম্পের বিজয় ঘোষণা করে।
বিতর্কে ট্রাম্পের একের পর এক পরিচিত মিথ্যা অভিযোগের প্রতিক্রিয়ায় হ্যারিসের কখনও কখনও মুখের বিস্মিত, কখনও শঙ্কিত, কখনও কখনও সন্দেহজনক অভিব্যক্তিগুলো বিতর্ক চলার সময় দ্রুত মেমে পরিণত হয়েছিল। স্প্রিংফিল্ড, ওহাইওতে হাইতিয়ান অভিবাসীরা পোষা কুকুর এবং বিড়াল খাচ্ছে বলে ট্রাম্প আবারও দাবি করেন বিতর্কের মঞ্চে।
‘তারা কুকুর খাচ্ছে’ ট্রাম্পের এই কথা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে উঠে আসে শিগগিরই। সঙ্গে সঙ্গে হাজার হাজার রিয়াক্ট পড়তে থাকে সেই পোস্টে। তবে বিতর্ক শেষ হওয়ার পর দেখা যায় হ্যারিস চূড়ান্ত অনলাইন বিজয় অর্জন করেছেন। টেলর সুইফট মঙ্গলবার তার ২৮০ মিলিয়নেরও বেশি ইনস্টাগ্রাম ফলোয়ারদের উদ্দেশ্যে বলেছেন, আপনার অনেকের মতো, আমিও আজ রাতে বিতর্কটি দেখেছি।
আমি কামালাকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের মানুষকে চ্যাম্পিয়ন করার জন্য তার মতো একজন যোদ্ধার প্রয়োজন।
পোস্টটি করার দুই ঘন্টা পরে দেখা যায় শেষ পর্যন্ত ইনস্টাগ্রামে ৪.৩ মিলিয়নেরও বেশি লাইক পড়েছে। রাজনৈতিক কৌশলবিদরা বলছেন, অতীতের তুলনায় এবারের নির্বাচনী প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়া আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান উভয় দলই তাদের পার্টির নীতি এবং তাদের প্রার্থীদের বিষয়ে তথ্য সংক্রান্ত কনটেন্ট বানানো এবং তা প্রচার করছেন।
সূত্র: রয়টার্স
কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৪