স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নানা গুঞ্জন আর ধোঁয়াশার সবচেয়ে বড় কারণ ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্ব। পাকিস্তানে ম্যাচ খেলতে নারাজ ভারত। গত বছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। এবারও কি ঐ হাইব্রিড মডেলেই হবে আসর? নাকি পাকিস্তান থেকে সরে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি? অনেকদিন ধরেই এমন প্রশ্ন ক্রিকেট বিশ্বে।
তবে, সমস্ত গুঞ্জন উড়িয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ভেন্যু বদলের কোনো পরিকল্পনা নয় বরং নিজেদের অবস্থান নিয়ে পরিষ্কার তিনি। অবশ্য ভারত যে পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ, তা স্পষ্ট নাকভির কথায়। তাই ভাবনায় রয়েছে হাইব্রিড মডেলে ম্যাচ আয়োজনও।
সংবাদ মাধ্যমকে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো জটিলতার জায়গা নেই। আমরা বিসিসিআই সচিবের সঙ্গে যোগাযোগ করছি। শুধু বিসিসিআই না, অংশগ্রহণকারী সব দলের সঙ্গে আমরা কথা চালিয়ে যাচ্ছি। তবে, হাইব্রিড মডেলের বিষয়টিও উড়িয়ে দিচ্ছি না। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হওয়ার সম্ভাবনাও রয়েছে।’
এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে সব কার্যক্রম চলছে পাকিস্তানে। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। অবকাঠামোগত উন্নয়ন শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভেন্যুগুলো খুব শিগগিরই খেলার জন্য প্রস্তুত হবে বলে জানান পিসিবি চেয়ারম্যান।
তিনি বলেন, ‘যদি সারা বিশ্বের স্টেডিয়াম দেখেন, আমাদের আর অন্যান্য ভালো স্টেডিয়ামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। গাদ্দাফি স্টেডিয়ামের মূল কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। প্রতিটি ফ্লোরের কাজ তিন সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। স্টেডিয়ামের সামনের বিল্ডিংটি ইস্পাতের কাঠামো দিয়ে গঠিত হবে এবং মূল ভবনের কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।
পিন্ডি স্টেডিয়াম পুরোপুরি ভেঙে নতুন করে তৈরি করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্টেডিয়ামে সিট বসানো হবে। করাচি স্টেডিয়ামের সংস্কার কাজও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ হবে।’মাত্র ছয় মাসের মধ্যে তিনটি ভেন্যু সংস্কার করে খেলার উপযোগী করে টুর্নামেন্ট মাঠে গড়ানো সম্ভব কি না সেটাই এখন দেখার বিষয়।
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:৩০