শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

সিন্দুকছড়ি জোনের উদ্যােগে মানবতা ও সমাজ কল্যাণ মানবিক সহায়তা প্রদান।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূরক কর্মসূচী পরিচলনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।তারই ধারাবাহিকতায় ১৯২ জন সুবিধাভোগীর মাঝে বিভিন্ন প্রকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে  শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সিন্দুকছড়ি জোন সদরের বিদ্যুৎ বিহীন পরিবারের মাঝে আলোর ব্যবস্থা করা জন্য সোলার প্যানেল, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সুবিধা বঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ আসন্ন বর্ষার মৌসুমে দুঃস্থ ও অসহায় মানুষের বসবাস যেন বৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য ঢেউটিন ও ছাতা, প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে করার মেশিন, বিশুদ্ধ পানি পানের জন্য পানির ফিল্টার, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্থানীয় ক্লাবের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট ও জার্সি প্রদান এবং দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদানসহ সর্বমোট ১৯২ জন সুবিধাভোগীর মাঝে বিভিন্ন প্রকার মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক  লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। 

এসময় সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি বলেন  সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন। এছাড়াও, তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূরক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি 

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit