শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বায়ড়াউড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ ওঠেছে গ্রামের কয়েক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় ভূক্তভোগী মো. মজিম মিয়া গত বৃহস্পতিবার নেত্রকোনা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গতকাল রবিবার নেত্রকোনায় সাংবাদিকদের জানান অভিযোগকারী। অভিযোগে জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বায়ড়াউড়া গ্রামের মো. মজিম মিয়ার সাথে একই গ্রামের মো. বোরহান উদ্দিন ওরফে বুরুজ, মো. সবুজ মিয়া, মো. হারেছ উদ্দিনদের দীর্ঘদিন ধরে নানা বিষয়ে গ্রাম্য বিরোধ চলছিল।
এরই জেরে গত ১৯ আগষ্ট হারেছ উদ্দিন, সবুজ মিয়া, বোরহান উদ্দিনের নেতৃত্বে তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মজিম মিয়ার জমিতে প্রবেশ করে নিম, শিমূল গাছ ও অন্যান্য বেশ কিছু গাছ কেটে ফেলে। হামলাকারীরা ওই জমিতে ঘর নির্মাণের চেষ্টা চালায় এবং জমি ছেড়ে দেওয়ার জন্য মজিম মিয়াকে হুমকি দেয়। বিষয়টি কাউকে জানালে মজিম মিয়া ও তার পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দেয়।
বিরোধপূর্ন ওই জমি যুগ্ন জেলা জজ ২য় আদালত, নেত্রকোনা হতে বাটুয়ারা মামলায় ডিগ্রি পান মজিম মিয়া। পরে বিজ্ঞ সার্ভে ল্যান্ড ট্রাব্যুনাল থেকে তিনি ডিগ্রি পান।উপজেলা নির্বাহী অফিসার ও বিঝ্হ নির্বাহী ম্যাজিস্ট্রেট দুর্গাপুর, নেত্রকোনার ভ্রাম্যমান আদালতের দরখাস্ত নং- ৯৩/২০২০ মূলে আদেশপ্রাপ্ত হন মজিম মিয়া।
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪০