শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : “ধর্ম যার যার রাষ্ট্র সবার” এ স্লোগানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণে নেত্রকোনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাব মিলনায়তনে রবিবার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিকের সভাপতিত্বে সন্মেলনে বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, বিএনপি নেতা গাজী তোফায়েল আহমেদ, বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান চঞ্চল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জীবন ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় সহসচিব মানিক তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় সহসচিব সত্যেন্দ্র পাল প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব সুহার্দ্য এবং শান্তি পূর্ণ উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪০