বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার আখাউড়া কলেজ রোডে প্লট কেনা বেচায় মেসার্স ফয়সাল বিল্ডার্স এখন সকলের মুখে মুখে। আখাউড়া থানা হতে পূর্ব দিকে কলেজ রোডে মেসার্স ফয়সাল বিল্ডার্স এর নিজস্ব অফিসে বেজাল মুক্ত প্লট কিনতে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে পারেন।
এখানে সি,এস ক্ষতিয়ান হতে বি,এস ক্ষতিয়ান পর্যন্ত কাগজের মিল থাকলে এবং নামজারী ও হালসন পর্যন্ত খাজনা দেওয়া প্লটই বিক্রয় করা হচ্ছে। মেসার্স ফয়সাল বিল্ডার্স এর স্বত্বাধিকারী মালিক প্রোপাইটর ফয়সাল হোসেন আখাউড়া উপজেলা বিএনপির আহবায়ক এবং সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন আবদু মিয়ার চতুর্থ ছেলে।
মেসার্স ফয়সাল বিল্ডার্স এর প্রোপাইটর ফয়সাল হোসেন জানান, আমার এখানে নির্ভেজাল ভুমিকা ক্রয়- বিক্রয় করা হয়। প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রতিষ্ঠান থেকে প্লট কিনলে করিলে বিশেষ মূল্য ছাড়। মেসার্স ফয়সাল বিল্ডার্স এর ম্যানেজার প্রিয়তম ঘোষ জানান, মেসেজ ফয়সাল বিল্ডার্স এর পাচ বৎসর যাবত আমি ম্যানেজারের দায়িত্ব পালন করছি। এখানে মাসে অন্তত আট দশটি প্লট ক্রয় বিক্রয় করা হয়।
মেসার্স ফয়সাল বিল্ডার্স এর পরিচালক হাসান মিয়া জানান, আমি এখানে অনেক দিন যাবত কর্মরত আছি। মেসার্স ফয়সাল বিল্ডার্স থেকে বাড়ির প্লট কিনে আজ পর্যন্ত কেউ প্রতারিত হয়নি। কসবা আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার, বিশিষ্ট সার্ভেয়ার আমিন ও দলিল লেখক সাংবাদিক বাদল আহাম্মদ খান জানান, মেসার্স ফয়সাল বিল্ডার্স এর পোপাটর ফয়সাল হোসেনের দাওয়াতে আমি এই পর্যন্ত সরোজমিনে দুইশত প্লট পরিমাপ করে ক্রেতার নিকট বুঝাইয়া দিয়াছি। কোন ভূমির মধ্যে ভেজাল আছে আজ পর্যন্ত এমন অভিযোগ আসে নাই।
মেসেজ ফয়সাল বিল্ডার্স এর শেয়ারদার জুয়েল আলী রাজ জানান, ফয়সাল হোসেন এর সাথে আমি দীর্ঘ দশ বছর যাবত শেয়ারে প্লট কেনাবেচা করছি। ভেজাল প্লট নিয়ে আজ পর্যন্ত আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। ফয়সাল হোসেন এর নিজস্ব মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা প্লট কিনবেন। কোন প্রকার দালালের খপ্পরে পড়বেন না। যোগাযোগ করতে- 01758243886 নাম্বার সরাসরি ফয়সাল এর সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। আগ্রহী প্রার্থীদের জন্য বিশেষ মূল্য ছাড়।
কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫