মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে নানা আয়োজনে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে রবিবার সকালে শহরের রেইল গেইট এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে বিএনপি’র কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। প্রকাশ্যে বিএনপি’র দলীয় কর্মকান্ডে অংশ নিতে পারায় উজ্জিবিত নেতা-কর্মীরা। পরে শহীদ জিয়াউর রহমান সহ সকল শহীদদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৮