আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখা আয়োজিত ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) বিকালে ডোমার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও পৌর কাউন্সিলর কাওছার আলম। সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপসিস্থত ছিলেন পৌর বিএপি’র সভাপতি আনিছুর রহমান আনু।
বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক সফিকুল হাসান শফিক, উপজেলা বিএপি’র সাবেক সভাপতি মোসাব্বের হোসেন মানু, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনছুর আলী, তমিজ উদ্দিন সরকার, যুগ্ন সম্পাদক মেরাজুল হক। প্রধান বক্তা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, আমন্ত্রিত অতিথি সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু প্রমূখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কৃষক দল পৌর শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হাসিনুর রহমান রিমুন, আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক শাহিনুর ইসলাম বক্তব্য রাখেন। আগামী সংসদ নির্বাচনে ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৮