খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : সম্পদের তথ্য গোপনের অভিযোগে শরীয়তপুর জেলা জজ আদালতের সহকারী সরকারী কৌশলীর (এজিপি) এডভোকেট হুমায়ুন কবির মুন্সীর বিরুদ্ধে শরীয়তপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। যাহার মামলা নং-০২ ধারা-দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১)।
এজাহার সূত্রে জানা যায়, আসামি এডভোকেট হুমায়ুন কবির মুন্সী শরীয়তপুর জেলা জজ আদালত এবং চিকন্দী সহকারী জজ আদালতে এজিপির দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে (স্থাবর ও অস্থাবর) ৩৯ লাখ ৮৪ হাজার ৭৮৫ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন পূর্বক মিথ্যা তথ্য প্রদান করেছে। এছাড়াও তিনি ৮৮ লাখ ৮৯ হাজার ৯৬০ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভুত সম্পদ অর্জণ ও দখলে রেখে তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করেন।
তথ্য বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অধীনে মামলার আসামী হয়েছেন এই এডভোকেট। তিনি ২০১০ সাল থেকে অদ্যবধি এজিপির দায়িত্ব পালন করে আসছেন। সরকার পক্ষে মামলা পরিচালনার সুবাদে বিবাদীদের সাথে প্রচুর অর্থের বিনিময়ে যোগসাজস করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জণ করেছেন বালে অভিযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠিত হওয়ায় তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
দুর্নীত দমন কমিশনের নিয়োগ প্রাপ্ত আইনজীবী রাশিদুল হাসান মাছুম জানায়, বুধবার সিনিয়র স্পেশাল জজ আদালতের সেরেস্তায় একটি এজাহার দায়ের হয়েছে। আদালত এখন পর্যন্ত কোন আদেশ প্রদান করেননি। আগামী রবিবার আদালত আদেশ দিবেন বলে আমরা আশাবাদী।
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৩৩