স্পোর্টস ডেস্ক : কমিটির রূপরেখা সাজানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজকের এই সভা আয়োজন করা হয়েছে। গত সভা জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হলেও আজকের সভা বিসিবি কার্যালয়েই অনুষ্ঠিত হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দা মল্লিকসহ অনেক বোর্ড পরিচালক। জানা গেছে, এই বোর্ড সভায় পদত্যাগ করতে পারেন তারা। অথবা টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পদ হারাবেন তারা।
মূলত এসব কারণেই জরুরিভিত্তিতে বোর্ড সভায় বসেছেন নতুন সভাপতি ফারুক আহমেদ। এছাড়া পদ হারাতে পারেন আ জ ম নাছির, এনায়েত হোসেন মিরাজ, ওবেদ রশীধ নিজাম, গাজী গোলাম মর্তুজা, শফিউর রহমান চৌধুরী নাদেলরা।
বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহকে নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। এবার তার ব্যাপারেও আসতে পারে নতুন সিদ্ধান্ত। সাকিবের বিষয়েও হবে আলোচনা। সংবাদমাধ্যমে পরিচালক আকরাম খান জানিয়েছেন, সভায় অমিমাংসিত থাকা কিছু ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।
গুঞ্জন রয়েছে, এই সভায় বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হতে যাচ্ছেন ফাহিম সিনহা। ক্রিকেট অপারেশন্স আর গেইম ডেভেলপমেন্টের পদ পেতে পারেন নতুন পরিচাল নাজমুল আবেদীন ফাহিম। তবে সাকিবের ব্যাপারেও আসতে পারে সিদ্ধান্ত। দোষি সাব্যস্ত না হওয়া পর্যন্ত থাকছেন সাকিব।
অন্যদিকে নয় মাস কেটে গেলেও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসদ্ধান কমিটির প্রতিবেদনের নেই কোনও অগ্রগতি। তবে আকরাম খান মনে করেন, ‘দু-এক জনের নাম ছিল, সেগুলো আমরা রিপোর্টে দিয়েছি। আমি মনে করি যেহেতু আমরা পারফরম্যান্স ভালো করতে পারিনি সেহেতু এটা জনসম্মুখে আসলে ভালো।
কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২২