স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাঠে কাজে যাওয়ায়র পথে ওই বাগানের একটি আম গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই লাশ উদ্ধার করে। লালপুর থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, ‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠনো হবে। তিনি আরো জানান, তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে মামালা প্রক্রিয়াধীন রয়েছে।
কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৪,/সকাল ১১:৩১