স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কাছে টেস্ট হারের পর সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তানে। দেশটির সাবেক ক্রিকেটাররা ধুয়ে দিচ্ছেন শান মাসুদের দল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। জয়ের জন্য বাংলাদেশের প্রশংসা করলেও পাকিস্তানের হার তাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। এর মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে নিশানা বানিয়েছেন।
সাকলাইন-ওয়াকারদের ঘরোয়া ক্রিকেটের দায়িত্ব দিল পিসিবি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর নাকভি বলেছিলেন, পাকিস্তান ক্রিকেটের সার্জারি দরকার। সে বক্তব্যের সূত্র টেনে হাফিজ তার ফিরতি পোস্টে লিখেছেন, ‘মৃত্যু পর্যন্ত চলবে এই সার্জারি…’।
মূলত বিশ্বকাপে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সের পর নাকভি বোর্ডে বেশকিছু বড় পরিবর্তন করলেও আপাতদৃষ্টিতে সেসব কোনো কাজে আসেনি। বাংলাদেশের কাছে ঘরের মাঠে টেস্ট হেরে বসেছে দলটি। তাই নাকভির সে ‘সার্জারি’ মন্তব্য নিয়ে খোঁচা দিয়েছেন হাফিজ।
উল্লেখ্য, দুই টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ১০ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট রাওয়ালপিন্ডিতেই দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪০