স্পোর্টস ডেস্ক : ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু পায় প্রোটিয়ারা। প্রথম ৫ ওভারেই দক্ষিণ আফ্রিকার রান এই উইকেটে ৬৭। এক প্রান্তে রীতিমতো তান্ডব চালাচ্ছিলেন রিজা হেনড্রিকস। কিন্তু পাওয়ার প্লে’র শেষ ওভারে হেনড্রিকসের স্টাম্প ভেঙে দেন শেফার্ড। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৮ বলে ৪৪ রান।
ওপেনার রায়ান রিকেলটনের সঙ্গে হেনড্রিকসের জুটি ছিল ৬৩ রানের। এরপর আর কোনও ব্যাটার দাঁড়াতে পারেনি। ৯ বলে ১৯ রান করা এইডেন মার্করামকেও আউট করেন শেফার্ড। শেষ দিকে কিছুটা আশা ছিলো প্রোটিয়াদের। সর্বশেষ ওভারে তাদের দরকার ছিল ৪২ রান, হাতে ছিল ৪ উইকেট।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ শেষ দিকে রান তুলে তাদের সংগ্রহ বড় করে। ১৪ ওভারে ৪ উইকেটে ১১১ থেকে শেষ ৬ ওভারে আরও ৬৮ রান যোগ করে ক্যারিবীয়রা। অধিনায়ক রোভমান পাওয়েল করেন ২২ বলে ৩৫ রান। অন্যদিকে শারফেন রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৯ রান। শেষ দিকে নেমে ৬ বলে ৯ রান করে অপরাজিত থাকেন শেফার্ড।
কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৪৩