আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব জন্মাষ্টমী ও স্বারদীয় দূর্গা পুজাকে সামনে রেখে ডোমার উপজেলা পূজা সমন্বয় কমিটির আয়োজনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১ ঘটিকায় ডোমার সাহা পাড়ায় কেন্দ্রীয় হরিসভা মন্দিরে সমন্বয় কমিটি ও উপদেষ্টা মন্ডলি সহ ইউনিয়ন সদস্য ও অন্যান্য ব্যক্তি বর্গের সহিত আসন্ন শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী সু-সর্ম্পন্ন করতে সকলে পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠ ভাবে পালন করা যায় সবার সাথে মত বিনিময় করে সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানে এলাকার ৮টি মন্দিরের ভক্তবৃন্দ অংশগ্রহন করবে বলে জানাযায়।
সভায় গোরাচাঁদ অধিকারী, রামনিবাস আগরওয়ালা, মন্টু কুন্ডু, শেখর সাহা, রাম কৃষ্ণ বর্মন, নিখিল সাহা, মিন্টু সাহা, অরুপ কুমার কুন্ডু তপু, বিজয় ঘোষ, অমিত দাস নয়ন, অরবিন্দু সাহা বুল্লি, অমূল্য রায়, উজ্জল কানজিলাল, প্রদীপ শর্মা, তাপন কুমার অধিকারী, রনজিৎ মানি, অমল রায়, বিপ্লব অধিকারী খোকন, রাজীব দত্ত, বিমান সাহা সহ অনেকে তাদের মতামত ব্যক্ত করেন। আগামীতে জন্মাষ্টমী ও স্বারদীয় দূর্গোউৎসব শান্তিপূর্ণ ভাবে সফল করতে প্রশাসন এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন সমন্বয় কমিটির নের্তৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২২