স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনটা বাংলাদেশের বললে কোনো ভুল হওয়ার কথা নয়। কারণ চতুর্থ দিনের শেষ সেশনে ২৩ রানে এক উইকেট হারানো পাকিস্তান পঞ্চম দিনের প্রথম সেশনে ৮৫ রান তুলতেই হারিয়েছে পাঁচ উইকেট। ৩৬ ওভারে তাদের সংগ্রহ ১০৮, হারিয়েছে ছয় উইকেট।
দিনের দ্বিতীয় ওভারেই দলীয় ২৮ রানে এবং ব্যক্তিগত ১৪ রানে শান মাসুদকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। এরপর বাবর আজমকে সাথে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন আব্দুল্লাহ শফিক। দলীয় ৬৬ রানে ব্যক্তিগত ২২ রানে বাবর আজমকে বোল্ড করেন নাহিদ রানা।
এরপর ক্রিজে সেট হওয়া ওপেনার আব্দুল্লাহ শফিককেও ফেরান সাকিব৷ ভয়ংকর হয়ে ওঠার আগে এই ওপেনার খেলেন ৮৬ বলে করেন ৩৭ রান। এর আগে অবশ্য মোহাম্মদ রিজওয়ানের সাথে গড়েন ৩৭ রানের জুটি।
কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৪৮