মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটে বেসরকারী সংস্থা জাকস ফাউন্ডেশন আয়োজিত আরএমটিপি পোল্ট্রি প্রকল্পের আওতায় নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্য কম্পোস্টের বাজার উন্নয়নে ডিলার সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১২ টায় জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার।
এসময় অন্যান্য মধ্যে পরিচলক (অপারেশন) রফিকুল ইসলাম, পরিচালক (অডিট) আফতাব আলী, পরিচালক (অর্থ ও হিসাব) খুরশিদ আলম, উপ-পচিালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জহুর আলী উপস্থিত ছিলেন।সম্মেলনে বক্তারা বলেন, নিরাপদ কৃষিজ উৎপাদনের মূল হাতিয়ার হচ্ছে জৈব সার অর্থাৎ ট্রাইকো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট। তাই বক্তারা প্রকল্পের কর্ম এলাকায় উৎপাদিত জৈব সার কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বিক্রয় প্রতিনিধিদের আহবান জানান।
কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১২