আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকা মহাদেশ থেকে শুরু হয়ে এখন ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়েছে এমপক্স বা মাঙ্কিপক্স ভাইরাস। এশিয়া মহাদেশের দেশ পাকিস্তান ও ফিলিপাইনের পর এবার থাইল্যান্ডে পাওয়া গেছে এমপক্স ভাইরাস।
প্রতিবেদন মতে, থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের (ডিডিসি) মহাপরিচালক থংচাই কিরাতিহাত্তায়াকর্ন বুধবার (২১ আগস্ট) এক ঘোষণায় এমপক্স শনাক্ত হওয়ার বিষয়টি জানান। বলেন, ৬৬ বছর বয়সি ওই রোগী গত ১৪ আগস্ট আফ্রিকার একটি দেশ থেকে থাইল্যান্ডে এসেছেন।
তবে ওই ব্যক্তি এমপক্সের কোন স্ট্রেইন বা ধরনে আক্রান্ত তা এখনও জানা যায়নি। এরই মধ্যে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা। তাকে একটি হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ডিডিসি মহাপরিচালক বলেন, ওই ব্যক্তির শরীরের এমপক্সের ক্লেড ওয়ান ধরন রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ধরনটি বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ এটি সহজে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে।
তিনি আরও জানান, এই রোগীর সংস্পর্শে আসা আরও ৪৩ জনকেও কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে। থাইল্যান্ডে ২০২২ সালে প্রথম এমপক্স শনাক্ত হয়। এরপর এখন পর্যন্ত ৮০০ জনের এই রোগ ধরা পড়েছে। তবে এদের সবাই এমপক্স ক্লেড ২ ধরনে আক্রান্ত ছিলেন।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমপক্সকে একটি বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। তবে এর প্রাদুর্ভাব কোভিড-১৯ বা করোনা ভাইরাসের মতো হবে না বলে জানিয়েছে সংস্থাটি। ভাইরাসটি এবং এর নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে এরই মধ্যে অনেক কিছু জানা গেছে।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৪০