খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে বহুল পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান দুবাই প্লাজার মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক খান এবং তার ভাই শামসুল হক খানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। তারা জেলা শহরে পালং মৌজার বিআরএস ৩৬১/১ খতিয়ানে ২১১৭ থেকে ২১২২ নং দাগের ৩ একর ৭৮ শতাংশ জমি থেকে কিছু জমি ক্রয় করেছেন।
পার্শ্ববর্তী জমির মালিক আলী আহাম্মদ তালুকদারের ওয়ারিশদের ১৪ ফুট প্রস্থ ও ৫৫০ ফুট দৈর্ঘ্যে অতিরিক্ত জমি দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন নুরুল হক খান ও তার ভাই। পার্শ্ববর্তী জমির মালিক ও স্থানীয় সালিশগণ জমি পরিমাপ করে ভবন নির্মাণে অনুরোধ করেছেন নুরুল হক খান ও তার ভাইকে। তারা সকল বাঁধা উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রাখায় জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও সেনা দপ্তরে অভিযোগ করেছেন মরহুম আলী আহমেদ তালুকদারের মেয়ে আফিফা আক্তার।
তিনি তার দরখাস্তে উল্লেখ করেছেন, দখলদাররা অত্যন্ত প্রভাবশালী। তারা গত ১৫ আগস্ট থেকে জমিতে পাকা স্থাপনা নির্মানের জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সংগ্রহ করে। পরবর্তীতে সেখানে নির্মাণ কাজও শুরু করেছে। তাদের জমি দখলে বাঁধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দিয়েছে। অসহায় এই পরিবার দখলদারদের ভয়ে আতঙ্কিত বলেও তিনি উল্লেখ করেছেন। এই অবস্থায় তিনি আইনী সহায়তা কামনা করছেন।
জমি দখলের বিষয়ে অস্বীকার করে নুরুল হক খান বলেন, তাদের পার্শ্ববর্তী জমির মালিক গোলাম মোস্তফা লিটন। লিটনের সাথে সীমানার যে বিরোধ রয়েছে তা সমাধান করে নিবেন। অভিযোগকারীদের জমি মজিদ জরিনা ফাউন্ডেশন ভবনের মধ্যে রয়েছে। সেই ভবন নির্মাণের সময় প্রস্থে ৬৪ ফুটের স্থলে ১২৮ ফুট দখল করেছে। সেই জন্যেই দরখাস্তবারীরা তাদের জমির বুঝ পায় না। অথচ আমরা ২ ফুট ছেড়ে নির্মাণ কাজ শুরু করেছি।
কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৪০