স্পোটস ডেস্ক : শেষ এক মাসে বাংলাদেশ অনেক পালাবদলের মধ্য দিয়েই গেছে। কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু। এরপর সেটা চরমে গিয়ে পৌঁছালে এক পর্যায়ে জনরোষের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই পরিস্থিতিটা বাংলাদেশ ক্রিকেটেও ছাপ ফেলেছে। আন্দোলনের সময় থেকেই শুরু হয়েছিল বিষয়টা। সে সময় ক্রিকেটাররা বিভিন্ন সময় নিজেদের অভিমত জানিয়েছেন, বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
তবে এখন আবার সময় ক্রিকেটে ফেরার। পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজ শুরু হবে তিন দিন পরই। এই সময়ে মনোযোগটা আবারও ক্রিকেটে ফেরানোটা জরুরি। দল সে চেষ্টাটা করছেও।
আগামী ২১ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টটা শুরু হবে আগামী ৩০ আগস্ট।
কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:১২