আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাথে উপজেলার অটো চালকের সাথে চলমান ঘটনা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে ডোমার নাট্য সমিতি হলরুমে মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা ও পৌর শাখা।
উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএপি’র সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, নীলফামারী জেলার শ্রমিক নেতা আশিকুর রহমান আশিক, শ্রমিক নেতা গোলাম হোসেন, রাহাত চৌধুরী, মজনু মিয়া, আব্দুল ছাত্তার আলী প্রমূখ বক্তব্য রাখেন।ডোমার উপজেলায় অটো চালকেদের উপর নির্যাতন, চাঁদাবাজী ও দূর্নীতি প্রতিরোধে মনোবল তৈরী করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৫৫