ডেস্ক নিউজ : কুমিল্লায় সেনাবাহিনীর সহযোগিতায় জোরদার হলো তিনটি থানার কার্যক্রম। সোমবার জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং দেবিদ্বার থানার কার্যক্রম শুরু করা হয়েছে। এতে জনসাধারণ থানামুখী হচ্ছে। এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ওই তিনটি থানায় পুলিশের সদস্যরা কর্মস্থলে যোগ দেবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার পর আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পরপরই সহিংস ঘটনার কারণে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এতে দেশের অধিকাংশ থানার কার্যক্রম বন্ধ ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেনাবাহিনীর সহযোগিতায় আবারও অধিকাংশ থানার কার্যক্রম সচল হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে সেনাবাহিনীর সহযোগিতায় ব্রাহ্মণপাড়া থানার কার্যক্রম পুরোদমে শুরু হয়। এ সময় সেনাবাহিনীর ৩৮ বিট উপ-অধিনায়ক মেজর নাজিউর রহমান ও ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিক উল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় থানায় সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সমস্যা শুনেন ওসি। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। স্বতঃস্ফূর্তভাবে সেবাগ্রহীতাদের সেবা নিতে দেখা যায়। এতে থানায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিক উল্লাহ বলেন, বৈরী পরিস্থিতিতেও আমার থানার কার্যক্রম বন্ধ ছিল না। তবে থানার বাইরে পুলিশি কার্যক্রম ও টহল বন্ধ ছিল। আমার থানার সব পুলিশ সদস্য উপস্থিত আছেন। এর মধ্যে পরিদর্শক (তদন্ত) ছুটিতে আছেন। তিনিও শিগগিরই যোগদান করবেন। সেনাবাহিনীর সহযোগিতায় আজ থেকে আমাদের কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে। থানায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এছাড়া জেলার বুড়িচং এবং দেবিদ্বার থানার কার্যক্রমও জোরদার করা হয়।
কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:২৫