মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটের সনাতন ধর্মালম্বীদের নিয়ে মতবিনিময় সভা করেছে ১৪ বিজিবি। সোমবার বেলা ১১টায় সদর উপজেলার ভুটিয়াপাড়া বিওপি এলাকায় ভানাইকুশলিয়া সিংপাড়া গোবিন্দ মন্দির চত্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন, বর্তমান পরিস্থিতে ভয়-ভীতি না পেয়ে নিজ এলাকায় সকলের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দৈনন্দিন কাজ পরিচালনা এবং কোন সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানোর জন্য অনুরোধ করেন।
কোনভাবেই গুজব ও উস্কানিমূলক বক্তব্য এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে (ছবি/ভিডিও) প্ররোচিত না হয় সে ব্যাপারে উপস্থিত সকলকে সর্তক থাকতে অনুরোধ করেন।মতবিনিময় সভায় স্থানীয় সনাতন ধর্মালম্বীদের নেতৃবৃন্দসহ ৬টি গ্রামের ৩০০টি পরিবারে গ্রায় ১৫০০ জন জনসাধারণ অংশগ্রহণ করেন।
কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৩৬